এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ৩ বিষয়ে

|

এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ৩ বিষয়ে

ছবি: সংগৃহীত

করোনায় স্বাস্থ্যবিধি মেনে এবারের এসএসসি, এইচএসসি ও সমমানে শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গতকাল এই বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে। এবারে আবশ্যিক বিষয় ও ৪র্থ বিষয়ের কোন পরীক্ষা নেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক ও ৪র্থ বিষয়ের নম্বর দেয়া হবে। এক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তিতে কোন রকমের নেতিবাচক প্রভাব পড়বে না।

তবে এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে ৪র্থ বিষয় পরিবর্তনের বা সংশোধনের কোন সুযোগ নেই বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply