চট্টগ্রাম বন্দরে বাড়ছে কন্টেইনার জট

|

চট্টগ্রাম বন্দরে আবার বাড়ছে কন্টেইনার জট। লকডাউনে কারখানা বন্ধ, ফলে পণ্য খালাস করছেন না আমদানিকারকরা। এভাবে চললে কয়েকদিন পর অচলাবস্থা তৈরির শঙ্কা বন্দর কর্তৃপক্ষের।

ঈদের আগের দিনও চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সংখ্যা ছিলো ৩৭,৮১৯টি। সপ্তাহখানেক না যেতেই, এই সংখ্যা এখন ধারণ ক্ষমতা অর্থাৎ ৪৯ হাজারের কাছাকাছি। প্রতিদিন জাহাজযোগে আসছে পণ্যবাহী আরও শত শত কন্টেইনার। এসব পণ্য দ্রুত খালাস করতে স্টেকহোল্ডারদের চিঠি দিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন এমন কথা।

কারখানা বন্ধ থাকায় পণ্য খালাসে আগ্রহী নন ব্যবসায়ীরা। সময় ও খরচ বাড়বে বলে যাচ্ছেন না বেসরকারি ডিপোতেও। উদ্ভুত পরিস্থিতিতে বন্দর দিয়ে আমদানি হওয়া কনটেইনার, ডিপোতে নিয়ে খালাসের অনুমতি দিলেও তাতে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে দিনে ৩ থেকে সাড়ে ৩ হাজার কন্টেইনার খালাস হয়, যার ৩০ শতাংশই পোশাকশিল্পের কাঁচামাল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply