টোকিও পৌঁছেছেন গিনির পাঁচ অ্যাথলেট

|

ছবি: সংগৃহীত

অবশেষে টোকিও অলিম্পিক পৌঁছেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির পাঁচ অ্যাথলেট।

করোনা মহামারির কারণে গিনির সরকার টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল। অবশেষে সেই বিধিনিষেধ তুলে অ্যাথলেটদের পাঠানো হয়েছে টোকিও অলিম্পিকের ভেন্যুতে। এর আগে গিনি ১১ বার অলিম্পিকে অংশগ্রহণ করলেও জেতা হয়নি কোনো পদক। তবে এবার পদক জিততে চান গিনির অ্যাথলেট ফাতুমাতা ইয়ারি কামারা।

ফাতুমাতা বলেন, আমি কিছুটা ক্লান্ত, সেই সাথে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আর তাই পাঁচ বছর ধরে অনুশীলন করে যাচ্ছি। আশা করছি ভালো কিছুই হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply