কৃষক আন্দোলনে সংহতি, ট্রাক্টর চালিয়ে পার্লামেন্টে রাহুল গান্ধী

|

সোমবার (২৬ জুলাই) সকালে দিল্লির রাস্তায় নিজেই ট্রাক্টর চালান তিনি। সংগৃহীত ছবি।

ভারতে সম্প্রতি প্রণীত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সাথে সংহতি জানিয়ে ট্রাক্টর চালিয়ে পার্লামেন্টে গেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সোমবার (২৬ জুলাই) সকালে দিল্লির রাস্তায় নিজেই ট্রাক্টর চালান তিনি। এসময় তার সাথে দলীয় কয়েকজন নেতাকর্মীও ছিলেন। ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে রাহুলের ট্রাক্টর চালানোর ভিডিও প্রচার করা হয়।

রাহুল বলছেন, সরকারের কাছে কৃষকদের দাবি পৌঁছে দিতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, পুরো ভারতবর্ষ জানে এই আইন কাদের জন্য; এই আইন কোনোভাবেই কৃষকদের জন্য হতে পারে না। এই আইন তুলে নিতেই হবে। ক্ষমতাসীন বিজেপি পার্লামেন্টে কৃষি আইন নিয়ে কোনো আলোচনা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর থেকেই আন্দোলন করছেন ভারতের কৃষকরা। তাদের সাথে কয়েক দফা আলোচনায় বসেছে সরকার। তবে কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি। রাহুল গান্ধীর অভিযোগ, গুটিকয়েক শিল্পপতির স্বার্থের জন্যই কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply