কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও

|

গত ২০ জানুয়ারি ঈদগাঁও থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলায় প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে ঈদগাঁওকে অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কক্সবাজারের জেলা প্রশাসক ড. মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাঁওকে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।

সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে: ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো। কক্সবাজারের অপর উপজেলাসমূহ হলো- কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু, উখিয়া ও টেকনাফ।

এর আগে গত ২০ জানুয়ারি ঈদগাঁও থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply