পদ্মা সেতুর মূল পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার সুযোগ কম: মন্ত্রিপরিষদ সচিব

|

ছবি:সংগৃহীত

পদ্মা সেতুর মূল পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার সুযোগ কম বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রীপরিষদের সভা শেষে তিনি এসব কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৪টি সেফটি মেজার নিশ্চিত করেই পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। মূল পিলারের চারপাশে ২৫ ফুট পিলার ক্যাপ রয়েছে বলেও জানান সচিব। গত শুক্রবার সেতুর পিলার ক্যাপের সাথেই ফেরির ধাক্কা লেগেছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সেতুতে দুটি আলাদা চ্যানেল করে দেয়া হয়েছে, যার একটি দিয়ে নৌযান যাবে এবং অন্যটি দিয়ে আসবে। সচিব বলেন, সেতুর দুই স্তরে ট্রেন ও যানবাহন থাকা অবস্থায় ৪ হাজার টনের ফেরি আঘাত করলেও কোন ক্ষতি হবেনা ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply