বিভিন্ন জেলায় করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

|

বিভিন্ন জেলায় করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

ছবি: সংগৃহীত

করোনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে আরও ১৭ জনের। এরমধ্যে করোনায় ৮ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও ১৬ জন। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে ১২ জনের। তাদের মধ্যে ১১ জনই করোনায়, একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। আরও ১৫ জনের প্রাণ গেছে কুমিল্লায়।

খুলনায় বিশেষায়িত হাসপাতালে মারা গেছে ১৮ জন। বগুড়ায় ১৭ এবং ময়মনসিংহ মেডিকেলে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে রেকর্ড ১৪, ঠাকুরগাঁওয়ে ৩, ফরিদপুরে মেডিকেলে ৮, যশোরে ১০ নেত্রকোণায় ৪ জনের মৃত্যু হয়েছে।

দিন দিন বেড়েই চলেছে শনাক্তের হার। সেইসাথে হাসপাতালে রোগীর চাপ অব্যাহত আছে। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply