আকস্মিক বন্যায় বিপর্যস্ত লন্ডন

|

আকস্মিক বন্যায় প্লাবিত লন্ডন।

লন্ডনের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে আকস্মিক বন্যায়। ভারি বৃষ্টি ও বজ্রপাতে বিপাকে পড়েছেন লন্ডনবাসী। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শহরের রাস্তাঘাট ও আন্ডারগ্রাউন্ড লাইনে পানির উচ্চতা বেড়েছে আশঙ্কাজনকভাবে। ফলে বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা সহায়তার জন্য প্রায় ৩০০ ফোন কল পেয়েছে।

বৈরি আবহাওয়ার মধ্যে বাইরে বের না হতে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে বজ্রবৃষ্টির ব্যাপারে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো কোনো এলাকায় ৭৫-১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। লন্ডনসহ তার পার্শ্ববর্তী অন্তত আরও ১৪টি এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply