রাজধানীর বিমানবন্দরে ৮ দেশের বিপুল মুদ্রাসহ আটক এক

|

রাজধানীর বিমানবন্দরে ৮ দেশের বিপুল মুদ্রাসহ আটক এক

ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এপিবিএন জানায়, প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের কারেন্সি জব্দ হরা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মিসর যাচ্ছিলেন মুদ্রা পাচারকারী জাহাঙ্গীর গাজী। পাচারে নানা কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। ট্রলিতে বহনকারী ১০টি নতুন শার্টের শক্ত কাগজের ভাজে ভাজে এসব মুদ্রা রেখেছিলেন, কিছু ছিলো নিজের শরীরের সঙ্গেও।

এপিবিএন আরও জানায়, এ ঘটনায় মানি লল্ডারিং আইনে মামলার পাশাপাশির মুদ্রা পাচারের বিরুদ্ধে কঠোর অস্থানের কথা জানায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply