পদ্মা সেতু নিয়ে এখনও যে ষড়যন্ত্র নেই তা নিশ্চিত করে বলা যাবে না: ওবায়দুল কাদের

|

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মাসেতু আমাদের সক্ষমতার প্রতীক, এই সেতু বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার অসীম সাহসের সোনালী ফসল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, গর্বের এ সেতু নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছিলো, এখনও যে নেই তা নিশ্চিত করে বলা যাবে না। গত ২৩ জুলাই একটি রো রো ফেরি নদীতে চলাচলের সময় পদ্মাসেতুর পিলারে আঘাত করা প্রসঙ্গে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আজ রবিবার (২৫ জুলাই) সকালে এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আঘাতকারী ফেরির ওজন ছিলে ১২ শত ৮৪ টন, আর পদ্মাসেতুর ডিজাইন অনুযায়ী ৩০ নটিক্যাল মাইল গতিতে ৪ হাজার টন ওজনের নৌযানের ধাক্কা সামলানোর ক্যাপাসিটি রয়েছে প্রতিটি পিলারের।

ইতিমধ্যে ফেরির মাস্টার চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফেরির ধাক্কায় পিলারের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজ শুরুর পর থেকেই নানা গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী এবং উন্নয়ন বিরোধী একটি অপশক্তি বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, গতকাল ২৪ জুলাই ২০২১ পর্যন্ত পদ্মাসেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৪ ভাগ, আর সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply