সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে বিকাল সাড়ে চারটায় ম্যাচটি শুরু হবে।

শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান একাদশ থেকে বাদ পড়েছেন। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে জয়ে সিরিজে সমতা ফেরায় জিম্বাবুয়ে।

বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে : ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply