লকডাউন এবং ভ্যাকসিন গ্রিন পাসের বিরুদ্ধে উত্তাল বিশ্বের কয়েকটি দেশ

|

ম্যাকরন সরকারের নতুন স্বাস্থ্য নীতিমালার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে রাস্তায় নামে দেড় লাখেরও বেশি মানুষ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবেলায় দেয়া লকডাউন এবং ভ্যাকসিন গ্রিন পাসের বিরুদ্ধে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার (২৪ জুলাই) জোরালো আন্দোলন হয় অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স ও ব্রিটেনে।

ম্যাকরন সরকারের নতুন স্বাস্থ্য নীতিমালার বিরুদ্ধে ফ্রান্সের রাস্তায় নামেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। তাদের অভিযোগ, ভ্যাকসিন গ্রহণ করেননি এমন মানুষরাও ভ্যাকসিন গ্রিন পাসের অবৈধ সুযোগে নিচ্ছেন। রাজধানী প্যারিসে জনস্রোত মোকাবেলায় জলকামান এবং টিয়ার গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।

একই ইস্যুতে সরগরম ছিলো ইতালির রাজপথও। দেশটির রোম, নাপলস ও তুরিন শহরে বিক্ষোভকারীদের ঠেকাতে তৎপর ছিলেন নিরাপত্তা সদস্যরা।

এ দিন কঠোর করোনা শিষ্টাচারের বিরুদ্ধে উত্তাল ছিলো ব্রিটেন। বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু জুলাই মাসেই আইসোলেশনে দেশটির ৬ লাখের বেশি মানুষ। অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি।

এদিকে, অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউনবিরোধী বিক্ষোভকালে আটক হন অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply