আগামী ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব সিনেমার শুটিং

|

আগামী ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব সিনেমার শুটিং

ছবি এফটিপিও'র সভাপতি মামুনুর রশীদ

করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউনে ছোট পর্দার সব শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন এফটিপিও। আগামী ৫ আগস্ট পর্যন্ত সব শুটিং বন্ধ থাকবে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জরুরি বিবেচনায় শুটিংয়ের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

এদিকে এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ বলেন, কঠোর লকডাউনে ঈদের অনুষ্ঠান নির্মাণে যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য এফটিপিও কর্তৃপক্ষ গত লকডাউনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিশেষ বিবেচনায় শুটিং কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন ঈদ অনুষ্ঠান নির্মাণ শেষ হওয়ায় আপাতত আর কোনো শুটিং করা যাবে না বলে জানিয়েছেন মামুনুর রশীদ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply