লকডাউনের তৃতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

|

লকডাউনের তৃতীয় দিনে মানুষের চলাচল বেড়েছে, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ছবি: সংগৃহীত

সারাদেশে কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে।

ঈদের পর প্রথম কর্মদিবস এবং ব্যাংক খোলায় অনেকেই কাজে বের হয়েছেন। এছাড়া আশেপাশের বিভিন্ন জেলা থেকে আজও সড়ক পথে রাজধানীতে ফিরছে মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় কখনও পায়ে হেঁটে কখনও ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা।

এদিকে বিভাগীয় ও জেলা শহরের প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বের হওয়ার সন্তোষজনক কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জরিমানা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র টহল অব্যাহত রয়েছে।

তবে অলিগলিতে আজও মানুষের জটলা দেখা গেছে। হাট-বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply