লকডাউনে বৌভাতের আয়োজন করে জরিমানা গুনলেন বর

|

বৌভাতের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে লকডাউনের মধ্যে বৌভাতের আয়োজন করায় বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অতিথিদের জন্য রান্না করা খাবার জব্দ করে সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।

শনিবার (২৪ জুলাই) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই গ্রামের ধলাই জামে মসজিদ এলাকায় লকডাউনের মধ্যেও একটি বিয়ের বৌভাতের আয়োজন করা হয়েছে এমন খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দেখেন বিধিনিষেধ উপেক্ষা করে রীতিমত প্যান্ডেল সাজিয়ে ১২০ জন লোকের খাবারের আয়োজন করা হয়েছে।

সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় তখন বরকে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply