চীন-যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা খেলা

|

যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত বেইজিং সফরের মাত্র কয়েকদিন আগে এলো এ ঘোষণা। রয়টার্সের ছবি।

সম্প্রতি হংকংয়ের নিরাপত্তা ইস্যুতে বেশ কয়েকজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল হোয়াইট হাউজ। তার জের ধরে এবার বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত বেইজিং সফরের মাত্র কয়েকদিন আগে এলো এ ঘোষণা।

তবে চীনের নতুন পদক্ষেপে মার্কিন সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত। তিনি বলেন, বেইজিং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে যেভাবে বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের ওপর আঘাত করে তারই নমুনা এটা। তবে এতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে তারা বদ্ধপরিকর বলেও জানান তিনি।

চীনের নিষেধাজ্ঞার তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রোজসহ ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, হিউম্যান রাইটস ওয়াচ ও ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান হংকং ডেমোক্র্যাসি কাউন্সিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply