বান্দরবানের আলোচিত ৬ খুন মামলার আসামি গ্রেফতার

|

আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সংগৃহীত ছবি।

৬টি খুনের মামলার ১ নম্বর আসামি আপাই মার্মাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বান্দরবানের জামছড়ি মুখ পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা বলে জানানো হয়েছে।

২৪ জুলাই (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৭ জুলাই ২০২০ তারিখে সকাল ৭ টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কার-এর জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হয়েছিলেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।

এই ঘটনায় গত ৮ জুলাই ২০২০ বান্দরবান সদর থানায় ২০ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত্যা মামলা দা‌য়ের করা হয়েছিল। মামলার বাকি আসামিরা এখনও পলাতক থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply