আফগানিস্তানের শরণার্থী পুনর্বাসনে ১০০ মিলিয়ন ডলারের তহবিল অনুমোদন যুক্তরাষ্ট্রের

|

আফগানিস্তানের শরণার্থীদের পুনর্বাসনে ১০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের ঘোষণা দিলেন জো বাইডেন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের শরণার্থীদের পুনর্বাসনে ১০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠন করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তহবিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ ভিসার জন্য আবেদনকারী আফগান নাগরিকরাও এ তহবিলের আওতায় সহায়তা পাবে। সম্প্রতি এক ঘোষণায় মার্কিন সেনাদের সহায়তাকারী আফগান দোভাষীদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবানদের দৌরাত্ম্য বেড়েছে দেশটিতে। আতঙ্কে অনেকেই দেশ ছেড়ে পাড়ি জমানোর চেষ্টা করছে তুরস্ক সীমান্তসহ বিভিন্ন দেশে।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত দু’সপ্তাহে সীমান্ত থেকে আটক করা হয় প্রায় ১৬শ’ অভিবাসন প্রত্যাশীকে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী আফগানিস্তানে চলতি বছর বাস্তুচ্যুত হয়েছে ২ লাখ ৭০ হাজার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply