সীমিত পরিসরে ভার্চুয়ালি চলবে হাইকোর্টের কার্যক্রম

|

কঠোরতম লকডাউনে হাইকোর্টের বিচার কার্যক্রম ভার্চুয়ালি সীমিত পরিসরে চলবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এভাবেই কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ওই সভা অনুষ্ঠিত হয়।

রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চে তিনজন বিচারপতি ভার্চুয়ালি জরুরি বিষয়ে শুনানি গ্রহণ এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ৩১ জুলাইয়ের মধ্যে করোনার টিকা নেয়ার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সর্বসম্মতিতে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট পরের সভায় ফুল কোর্ট সভায় করণীয় ঠিক করা হবে।

উল্লেখ্য, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কঠোরতম লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply