লকডাউনের প্রথম দিনে কক্সবাজারের রাস্তাঘাট ছিল ফাঁকা

|

প্রথম দিনে কক্সবাজার শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা, দোকানপাট ছিল বন্ধ। সংগৃহীত ছবি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারে শুরু হয়েছে ১৪ দিনের সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। লকডাউনের প্রথম দিনে শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা, দোকানপাট ছিল বন্ধ। সড়কে ব্যারিকেড বসিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবার কাজে নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হয়নি।

বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদিনে এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনাসহ সবাইকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply