প্রেসিডেন্ট বলসোনারোর অভিশংসনের দাবিতে উত্তাল ব্রাজিল

|

প্রেসিডেন্ট বলসোনারোর অভিশংসনের দাবিতে উত্তাল ব্রাজিল

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট জেইর বলসোনারোর অভিশংসনের দাবিতে উত্তাল ব্রাজিল। শনিবার রাজধানী ছাড়াও দেশটির বিভিন্ন শহরে হয় বিক্ষোভ-সহিংসতা।

আন্দোলনকারীদের অভিযোগ, মহামারি মোকাবেলায় ব্যর্থ সরকার বরাবরই করোনাভাইরাসকে খাটো করে দেখেছে। খোদ প্রেসিডেন্ট মানেননি স্বাস্থ্য বিধিমালা। এছাড়া ভ্যাকসিন সংকট এবং টিকাদান কর্মসূচির ধীরগতিতেও বিরক্ত ব্রাজিলীয়রা।

এ পরিস্থিতিতে ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা চলছে প্রেসিডেন্টের বিরুদ্ধে। অভিযোগ- টিকা কিনতে জনগণের অর্থ নয়ছয় করেছেন জেইর বলসোনারো। এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্রদের জন্য জরুরি সহায়তার দাবিও জানান বিক্ষোভকারীরা।

লাতিন দেশটিতে করোনার প্রকোপে মারা গেছেন সাড়ে ৫ লাখের মতো মানুষ। শনাক্ত দুই কোটির কাছাকাছি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply