আজ আষাঢ়ী পূর্ণিমা

|

এই দিনে সিদ্ধার্থ তার মায়ের গর্ভে আসেন আর এই দিনেই ২৯ বছর বয়সে তিনি রাজত্ব এবং সংসার ত্যাগ করে শাশ্বত সত্যের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন।

আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। এই দিনে সিদ্ধার্থ তার মায়ের গর্ভে আসেন আর এই দিনেই ২৯ বছর বয়সে তিনি রাজত্ব এবং সংসার ত্যাগ করে শাশ্বত সত্যের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন।

এ উপলক্ষে বান্দরবানের রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধবিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ প্রতিটি বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে পঞ্চশীল গ্রহণ, প্রার্থনা, চীবরদান, গুরুভক্তি, ছোয়াইং প্রদান ও প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা অনুষ্ঠান।

বিকেলে বুদ্ধ মূর্তি স্নান, ধর্মদেশনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও দেশ ও জাতির মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে আষাঢ়ী পূর্ণিমার আয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply