১.৭ মিলিয়ন ডলারের বিটকয়েন খনির মেশিন ধ্বংস করেছে মালয়েশিয়ার পুলিশ

|

ছবি: সংগৃহীত

প্রায় এক হাজারের বেশি বিট কয়েন মাইনিং মেশিন জব্দ করেছে মালয়েশিয়ার পুলিশ। পরে এগুলো স্ট্রিমরোলার দিয়ে ধ্বংস করা হয়।

বর্নিয় দ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মেশিনগুলোর খোঁজ পায়। যার আনুমানিক মূল্য প্রায় ১.৭ মিলিয়ন ডলার। ফেব্রুয়ারি এবং এপ্রিল মধ্যে এগুলো ক্র্যাকডাউন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে এই সব কম্পিউটারে ব্যবহার করা হতো। চুরিকৃত এই বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় দুই মিলিয়ন ডলার। তাদের এই কর্মকাণ্ড জীবন এবং সম্পদের জন্য ক্ষতিকর। তারা বিদ্যুৎবিভ্রাট ঘটাতে পারে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply