রাজধানীতে পৌঁছার পর যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায় অনেককে।
স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। তবে কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীতে পৌঁছার পর ভোগান্তিতে পড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা।
ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন সড়কে। অনেকে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। এতে কিছু রাস্তা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়তেও দেখা যায় অনেককেই।
ঈদকে ঘিরে স্বল্প সময়ের জন্য লকডাউন শিথিল করায় অসন্তোষ প্রকাশ করেন ঢাকায় ফেরা এসব মানুষ।
Leave a reply