‘রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে কমিশনকে’

|

রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচার বন্ধ না করলে প্রমাণিত হবে নির্বাচন কমিশন সরকারকে সহযোগিতা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে, নয়া পল্টনে সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বলে আসছিলাম এই কমিশন নিরপেক্ষ নয়, তারা সরকারের কাছে নত হচ্ছে। এখন কমিশন যদি এটা বন্ধ করতে না পারে তাহলে বুঝতে হবে তারা সরকারকে সহযোগিতা করছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, জামিন না দিয়ে সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করছে। এসময়, বিএনপি নেতারা অরফানেজ মামলার বিষয়টি ড. কামাল হোসেনকে জানাতে গিয়েছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলন, তাঁর প্রত্যাখানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply