এবার চাঁদেও ফোর জি!

|

এবার চাঁদে গিয়েও মোবাইলে হাইকোয়ালিটির সিনেমা দেখতে পারবেন নভোচারীরা! কারণ পৃথিবীর পর চাঁদেও ফোর জি সেবার আনার ঘোষণা দিয়েছে ভোডাফোন ও নোকিয়া কোম্পানি।

এজন্য চাঁদে প্রথমবারের মতো বেসরকারি বিনিয়োগ করছে তারা। স্পেস-এক্স নামের এই প্রকল্পের আওতায় আগামী বছর ফ্লোরিডা থেকে নোকিয়ার টাওয়ার নিয়ে একটি রকেট যাত্রা করবে। ভোডাফোনের সরবরাহ করা ফোরজি সিগন্যালের মাধ্যমে চাঁদের উপরিভাগের এইচডি ভিডিও পৃথিবীতে পাঠানো সম্ভব হবে।

এই প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট বোহ’মে প্রকল্পটিকে মোবাইল নেটওয়ার্ক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন, এর মাধ্যমে চাঁদে নেটওয়ার্ক স্থাপন করে যোগাযোগের প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপের সূচনা ঘটতে যাচ্ছে। আমরা সাফল্যের ব্যাপারে আশাবাদি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply