চীনে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩

|

চীনের হেনান প্রদেশে ২৩ জুলাই পর্যন্ত ৬৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

চীনের হেনান প্রদেশে ভারি বর্ষণ শুরুর চারদিন পরও কমার লক্ষণ নেই। ভারি বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত ৬৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

সাবওয়েতে আটকা পড়া অবস্থায় শিশুসহ ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষকে। ক্ষয়ক্ষতির পরিষ্কার চিত্র বুঝতে আরও এক সপ্তাহ সময় প্রয়োজন।

হেনান কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুসারে, ভারি বৃষ্টি-বন্যায় ধ্বংস হয়েছে ৮৪ মিলিয়ন ডলারের সম্পদ। বৃহস্পতিবার (২২ জুলাই) মন্ত্রিসভার জরুরি বৈঠকে দুর্যোগ মোকাবেলায় নতুন তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এদিকে, দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ঋণ পরিশোধের সংশোধিত নীতিমালা ঘোষণা করেছে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply