শুরু হলো কঠোর লকডাউন

|

আজ থেকে আবার শুরু হলো কঠোর লকডাউন। ফাইল ছবি

ঈদ উৎসবের আমেজ পুরোপুরি শেষ হবার আগেই আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে আবার শুরু হলো কঠোর লকডাউন।

গতকাল ২২ জুলাই রাত থেকেই রাজধানীর প্রবেশদ্বারগুলোয় বাড়তে থাকে রাজধানীমুখো মানুষের ভিড়। অনেকে আবার লকডাউনে কাজ না থাকায় বাড়ি ফিরছেন। ঈদের মধ্যেই এই কঠোর লকডাউন একদিকে বাড়িয়েছে সাধারণ মানুষের ভোগান্তি, আরেকদিকে বাড়িয়েছে তাদের অসন্তোষ।

সদরঘাটে রাতভর একের পর এক লঞ্চ ভিড়তে থাকে। এরপরই শুরু হয় অজস্র মানুষের ঢল। চাঁদপুর, বরিশাল ও হাতিয়া থেকে আসতে থাকে একের পর এক জলযান যা অব্যাহত থাকে ভোর পর্যন্ত। সদরঘাটে নেমেই অনেকে পড়েন পরিবহন সঙ্কটে। গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

রাজধানীর গাবতলীতে দেখা দেয় তীব্র যানজট। রাস্তার দু’পাশেই ছিলো যানবাহনের দীর্ঘ সারি। কেউ ঢাকা ছাড়ছেন, আবার কেউ ঈদের ছুটি শেষে ফিরে আসছেন।

স্বল্প সময়ের জন্য লকডাউন শিথিল করায় অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ। অনেকের অভিযোগ, ঈদ শেষ হতে না হতেই কঠোর লকডাউনে তাদের ভোগান্তি বেড়েছে বহুগুণে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply