নাটোরের চামড়া বাজারে চাঙ্গাভাব

|

চকবৈদ্যনাথ থেকে শুধু কোরবানির ঈদেই দেশের মোট ৫০ ভাগ চামড়া ঢাকায় পাঠানো হয়। সংগৃহীত ছবি।

কোরবানি ঈদের দিন থেকেই নাটোরের চকবৈদ্যনাথ চামড়া বাজারে চাঙ্গাভাব বিরাজ করছে। এখানকার আড়তগুলোতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বেধে দেয়া দামে চামড়া কেনাবেচা হয়েছে বলে জানা গেছে।

ইতোমধ্যে জেলা ও তার আশপাশ থেকে আসা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করছেন আড়তদাররা। এখনও উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৩৫টি জেলার চামড়া
আসা বাকি। তারা বলছেন, সপ্তাহখানেকের মধ্যে বিভিন্ন জেলার চামড়া আমদানি হবে। সেই সাথে ঢাকার ট্যানারিগুলোতে চামড়া সরবরাহও শুরু হবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথের দুই শতাধিক আড়ত থেকে শুধু কোরবানির ঈদেই দেশের মোট ৫০ ভাগ চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়।

চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক শামীম আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply