ভিসা জটিলতায় নেপালি লেগস্পিনারকে ইংল্যান্ড ত্যাগের আদেশ

|

নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচ্যানে। ছবি: সংগৃহীত

ভিসা অবৈধ বলে নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচ্যানেকে দ্রুত দেশ ত্যাগ করতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়া ১০০ বলের ক্রিকেটেও তিনি অংশ নিতে পারবে না বলে জানা গেছে।

ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১০০ বলের খেলা। সেখানে খেলার কথা ছিলো নেপালের লেগব্রেক বোলার লামিচ্যানের। যদিও ইসিবির সব নিয়মকানুন মেনেই ভিসার জন্য আবেদন করেন বলে দাবি করেছেন এই স্পিনার।

প্রথমবার করোনার কারণে ভিসা জটিলতায় আসতে পারেননি সন্দ্বীপ লামিচ্যানে। পরে ৯ জুলাই ইংল্যান্ডে পৌছে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। এখন কোয়ারেন্টাইনের সময় শেষ হবার দুই দিন আগে তাকে বলা হয় তার ভিসা অবৈধ এবং তাকে দ্রুত ইংল্যান্ড ত্যাগ করতে হবে। এমন ঘটনার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এই নেপালি ক্রিকেটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply