রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে হারালো ব্রাজিল

|

ব্রাজিলের হ্যাটট্রিক হিরো রিচার্লিসন। ছবি: সংগৃহীত

অলিম্পিকে আর্জেন্টিনার পরাজয়ের দিনে শক্তিশালী জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের অলিম্পিক দলের সিনিয়র ফরোয়ার্ড রিচার্লিসন ফার্স্ট হাফেই হ্যাটট্রিক করে ম্যাচটা মুঠোয় পুরে নেন।

গ্রুপ ডি তে মর্যাদার লড়াইয়ে নেমেছিল ব্রাজিল এবং জার্মানি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৭ম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন। এরপর কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ২২ মিনিটে লিড দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড।

২৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্রাজিলকে ৩ গোলের লিড এনে দেন ব্রাজিল অলিম্পিক দলের এই সিনিয়র খেলোয়াড়। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পেয়েও জার্মানির গোলরক্ষক মুলারের দক্ষতায় সুযোগ হারায় ব্রাজিল। উল্টো দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে নাদিম আমিরির গোলে সান্ত্বনা পায় জার্মানি। এই গোলেই ঘুরে দাঁড়ায় তারা। ৮৪ তম মিনিটে রানিয়ের অ্যাকের গোলে ব্যবধান কমায় জার্মানরা। বাকি সময়ে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও আর লাভ হয়নি জার্মানদের। উল্টো ৯০ মিনিটে পাউলিনহোর গোলে ব্রাজিল ম্যাচ জিতে নেয় ৪-২ ব্যবধানে।

অলিম্পিক ফুটবলে মূলত সব দেশের অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়, ২৩ বছরের উপরে সর্বোচ্চ ৩ জন খেলোয়াড় দলে থাকতে পারেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply