পশ্চিমবঙ্গ থেকে ১৫টি বিপন্ন কচ্ছপ উদ্ধার

|

মঙ্গলবার অভিযান চালিয়ে বিশাল আকারের এসব কচ্ছপ উদ্ধার করে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিপন্ন প্রজাতির ১৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) অভিযান চালিয়ে বিশাল আকারের এসব কচ্ছপ উদ্ধার করে পুলিশ।

এসময় গ্রেফতার করা হয়েছে এক চোরাকারবারীকে। প্রশাসন জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। কচ্ছপগুলো উদ্ধারের পর সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে এগুলোকে অবমুক্ত করা হবে। ভারতে বিপন্ন প্রজাতির এই কচ্ছপ ধরা, সংরক্ষণ বা বেচাকেনায় নিষেদ্ধাজ্ঞা রয়েছে।

শিলিগুড়ির অতিরিক্ত বিভাগীয় বন কর্মকর্তা জয়ন্ত মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তিনটি খাঁচায় করে পাচার করা হচ্ছিলো এগুলো। কোথায় পাঠানো হচ্ছিলো তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply