তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবে ১৭ বাংলাদেশি নিহত

|

মৃতদের মধ্যে ১৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। সংগৃহীত ছবি।

ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট।

এ ঘটনায় আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। রেড ক্রিসেন্ট জানায়, অভিবাসী বোঝাই একটি ট্রলার লিবিয়া থেকে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলো। এতে বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া ও মালির নাগরিক ছিলো।

দুর্ঘটনায় পড়া ট্রলারটিতে মোট কতজন বাংলাদেশি ছিলো তা জানা যায়নি। তবে মৃতদের মধ্যে ১৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। গত মাসেও তিউনিসিয়া উপকূলে নৌকা ডোবার পর কয়েকশ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply