বাংলাদেশের টার্গেট ১৫৩ রান

|

বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

হারারেতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে প্রায় সমশক্তির জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

আবারও ভালো সূচনার পর পথ হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ের ইনিংস। এক পর্যায়ে ১১ ওভারের ২উইকেটে ৯১ রানে থাকা দলটি ১৫ রানে পরিণত হয় ৬ উইকেটে ১১৯ রানে। শেষে নির্ধারিত ওভারের কোটাও পূরণ করতে পারেনি, অলআউট হয়েছে এক ওভার বাকি থাকতেই। ২২ বলে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলে নুরুল হাসান সোহানের দুর্দান্ত থ্রোতে আউট হন রেজিস চাকাভা। এছাড়া মাধেভেরে ২৩ ও ডিওন মায়ার্স করেন ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৩টি উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও শরিফুল নেন ২টি করে উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply