দিনাজপুরে ক্রেতার অভাবে ফেলে দেয়া হচ্ছে ছোট গরু ও ছাগলের চামড়া

|

ন্যায্যমূল্য না পাওয়ায় দিনাজপুরে ময়লার ভাগাড়ে যাচ্ছে অসংখ্য চামড়া।

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কোরবানির গরুর চামড়া পানির দামে বিক্রি হলেও ছাগলের চামড়া কিনছেনা কেউ। ক্রেতা না থাকায় দিনাজপুরের চামড়ার আড়তে বিক্রি করতে আনা ছাগলের চামড়াগুলি শেষ পর্যন্ত আবর্জনা হিসাবে ফেলে দেয়া হয়েছে। যা পরবর্তীতে দিনাজপুর পৌরসভার ময়লা পরিবহন ট্রাকে তুলে মাতাসাগর এলাকায় ময়লার ভাগাড়ে ফেলা দেয়া হয়েছে।

কোরবানী দেয়ার পর আগের বছরগুলিতে বাড়ীতে বাড়ীতে যেয়ে চামড়া কেনার প্রতিযোগিতা থাকতো। এ বছর মৌসুমী ব্যবসায়ীরা গরুর চামড়া কিনেছেন সর্বোচ্চ ৫’শ এবং সর্বনিম্ন ১০০ টাকায়। ছাগলের চামড়া ফ্রিতেও কেউ নেয়নি। পরে অনেকেই চামড়ার আড়তে নিয়ে গেলে তারাও ছাগলের চামড়া কিনতে অস্বীকৃতি জানান। ফলে ছাগল এবং ছোট ছোট গরুর অনেক চামড়াই ফেলে দিতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply