‘ব্যর্থতা ঢাকতে খালেদার আইনজীবীরা সরকারের ওপর দায় চাপাচ্ছে’

|

নিজেদের ব্যর্থতা ঢাকতে খালেদা জিয়ার আইনজীবীরা সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বলেছেন, বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা মামলা পরিচালনায় আইনের পরিবর্তে আবেগের বশবর্তী হচ্ছে। এসময়, অরফানেজ মামলায় বিচারিক আদালত যে রায় দিয়েছে তা আপিলে বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।

বুধবার, দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, নথি দেয়ার দায়িত্ব আদালতের, এখানে সরকারের কারণে বিলম্বের কোনো সুযোগ নেই। আদালত তো ১৫ দিন সময় দিয়েছে।

৫ জানুয়ারির জ্বালাও-পোড়াওয়ের মামলাগুলোর একটিতেও দোষীদের শাস্তি দেয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা আমাদের ব্যর্থতা। অন্যদিকে, খালেদা জিয়ার মামলা পরিচালনার সময় তার আইনজীবীরা আইনের পরিবর্তে আবেগের বশবর্তী হচ্ছে। এটা তাদের ব্যর্থতার কারণ।

এর আগে, সকালে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply