কোরবানি শেষে চলছে পশুর চামড়া কেনাবেচা ও সংরক্ষণের কাজ

|

কোরবানি শেষে চলছে পশুর চামড়া কেনাবেচা ও সংরক্ষণের কাজ

ছবি: সংগৃহীত

সারাদেশে ঈদুল আযহার কোরবানি শেষে চলছে পশুর চামড়া কেনাবেচা ও সংরক্ষণের কাজ। এ বছর সরকার নির্ধারিত দামেই চামড়া কিনেছেন বলে দাবি করছেন আড়তদাররা

অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ, গরুর চামড়া এলাকাভেদে ৩০০ থেকে এক হাজার টাকা দাম পেলেও ছাগলের চামড়া প্রতিপিস ১০ থেকে ৩০ টাকাতে বিক্রি করতে হয়েছে তাদের। এতে বিক্রির তুলনায় বেড়েছে মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দানের পরিমাণ।

চট্টগ্রামেও দুবছরের খরা কাটিয়ে উঠেছে চামড়া শিল্প। দিন শেষে কমদাম পেলেও বিক্রেতারা যেখানে সেখানে ফেলে না গিয়ে বিক্রি অথবা দান করেছেন চামড়া। এদিকে কোরবানির পশুর বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে বেশিরভাগ শহরের রাস্তা থেকে।

এছাড়া দেশের কিছু কিছু স্থানে আজও কোরবানির আয়োজন থাকায় আবারও জমছে বর্জ্য।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply