আর্জেন্টিনায় আলাদা পরিচয়পত্র পাবে তৃতীয় লিঙ্গের নাগরিকরা

|

আর্জেন্টিনায় আলাদা পরিচয়পত্র পাবে তৃতীয় লিঙ্গের নাগরিকরা

ছবি: সংগৃহীত

তৃতীয় লিঙ্গের মানুষেরা আলাদা পরিচয়পত্র ব্যবহারের সুযোগ পাচ্ছে আর্জেন্টিনায়। বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন জাতীয় পরিচয়পত্র দেয়া হয় তিনজনকে।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের জারি করা ডিক্রি অনুযায়ী, এখন থেকে ন্যাশনাল আইডি কার্ড ও পাসপোর্টে কেবল নারী বা পুরুষ নয়, লিঙ্গের স্থানে ‘এক্স’ ব্যবহার করবেন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

প্রথম লাতিন দেশ হিসেবে এমন পদক্ষেপ নিলো আর্জেন্টিনা। এর আগে কানাডা, ভারত, নিউ জিল্যান্ডসহ আরও অনেক দেশে পরিচয়পত্র দেয়া হয়েছে তৃতীয় লিঙ্গকে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন-আইসিএও’তে এরইমধ্যে লিঙ্গ হিসেবে ‘এক্স’ গ্রহণ করা হয়েছে।

২০১৯ সালে দায়িত্বগ্রহণের পর থেকে বেশকিছু সমাজ সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ফার্নান্দেজ।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, নারী ও পুরুষের বাইরে আরও লৈঙ্গিক পরিচয় আছে মানুষের। যাদের একই রকমভাবে সম্মান প্রাপ্য। সমাজে বরাবরই তাদের উপস্থিতি ছিল, তবে কাগজে কলমে পরিচয় গোপন রাখা হতো। এ বিষয়ে কেউ কথা বলতে চাইতো না। আর এ ভাবে লাখ লাখ মানুষ আনন্দ বঞ্চিত ছিল।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply