চামড়া নিয়ে নৈরাজ্য বন্ধে সরকারের হুঁশিয়ারি কাজে আসছে না

|

বর্গফুট নয়, এবারও পিছ হিসেবে কম দামে চামড়া কিনছেন মৌসুমি ব্যবসায়ীরা।

পাড়া মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। বর্গফুট নয়, এবারও পিছ হিসেবে কম দামে চামড়া কিনছেন তারা। চামড়ার মূল্য বেধে দেয়াসহ চামড়া নিয়ে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কোনো কাজে আসছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

গত বছরের মতো এবারও রাজধানীতে পিস হিসেবে চামড়া সংগ্রহ করা হচ্ছে। আকার ভেদে দাম নির্ধারণ করছেন তারা। যদিও রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়।

নায্যমূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, তদারকি না থাকায় মূলত দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন। তবে মৌসুমি ব্যবসায়ীরা এই দায় চাপাচ্ছেন ব্যাপারিদের ওপর। তারা বলছেন, ব্যাপারীরা তাদেরকে উপযুক্ত দাম দিচ্ছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply