শুরু হলো মহাকাশ পর্যটনের নতুন যাত্রা

|

শুরু হলো মহাকাশ পর্যটন।

মানুষ ঘুরতে যাবে মহাকাশে, এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে শুরু হলো মহাকাশ পর্যটনের নতুন যাত্রা। প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট নিয়ে মহাকাশ ঘুরে এলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস নিজ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযানে পাড়ি জমান পৃথিবী থেকে ১০৭ কিলোমিটার উচ্চতায়। অ্যাপোলো-১১ চন্দ্রাভিজানের ৫২তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা করে ‘নিউ শেফার্ড’।

ভাই মার্ক বেজোসসহ ৫৭ বছর বয়সী মার্কিন ধনকুবেরের যাত্রাসঙ্গী ছিলেন, সাবেক পাইলট ৮২ বছরের ওয়ালি ফাঙ্ক ও ১৮ বছরের শিক্ষার্থী অলিভার ডিমেন। এসময় চার মিনিট মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা নেন তারা। নিরাপদ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে উৎসবে মাতেন সবাই। নিউ শেফার্ডের এই যাত্রার মাধ্যমে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের এক নতুন যুগের সূচনা হল বলে মনে করা হচ্ছে।

এর নয়দিন আগেই মহাকাশ ভ্রমণে যান বৃটিশ ধনকুবের রিচার্ড ব্রানসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply