করোনা পরিস্থিতিতেই দেশজুড়ে উদযাপিত হচ্ছে ঈদ

|

করোনা পরিস্থিতিতেই দেশজুড়ে উদযাপিত হচ্ছে ঈদ

ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতিতেই আরও একটি ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। মহামারির কারণে এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে ধনী-গরীব বৈষম্য ভুলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবারও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত শেষে করোনা থেকে মুক্তি কামনা করে দোয়া করেন মুসাল্লিরা। একই সাথে দেশের শান্তি-অগ্রগতি জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদের ২য় জামাত সকাল ৮টায়, ৯টায় ও সকাল ১০ টায়। এছাড়া ১০টা ৪৫ মিনিটে আরও একটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বমোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply