মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালিয়েছে চীন

|

মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালিয়েছে চীন

ছবি: প্রতীকী

মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালিয়েছে চীন। এতে বিশ্বব্যাপী ১০ লাখ সার্ভারের এক-চতুর্থাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা এ বছরের শুরুর দিকে চালানো হয়।

চীনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইইউ প্রথম একটি বিবৃতি দিয়ে জানায়, এই সাইবার হামলা হয়েছে চীনা ভূখন্ড থেকে।

আর যুক্তরাজ্যের দাবি, চীনের রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত হ্যাকাররা এই সাইবার হামলার জন্য দায়ী। চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা অন্য দেশগুলোর মধ্যে আছে, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও কানাডা। তবে চীন আগে থেকেই হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসেছে।

ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটোর্নি রেন্ডি গ্রোস ম্যান জানান, বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয় গুলোকে নিশানা করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। এ জন্য তাদের চার নাগরী ও তিন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার হামলার বেশ কিছু অভিযোগ রয়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply