সিরিয়াকে রাসায়নিক অস্ত্রের রসদ দিচ্ছে উত্তর কোরিয়া!

|

জাতিসংঘের প্রস্তাব এবং রাশিয়ার মানবিক অস্ত্রবিরতিকে অগ্রাহ্য করেই বিমান হামলা অব্যাহত রয়েছে সিরিয়ার ঘৌতায়। শহরটির পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় শিশুসহ অন্তত ৪ জনের প্রাণ গেছে বলে জানায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো।

পর্যবেক্ষ সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার অস্ত্রবিরতি চলাকালেই যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার থেকে হামলা হয়। জাতিসংঘ বলছে, হামলা অব্যাহত থাকায় সংঘাতপূর্ণ এলাকায় ওষুধ ও ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না।

সিরিয়ায় আসাদ সরকারের কাছে রাসায়নিক গ্যাসের কাঁচামাল সরবরাহ করছে উত্তর কোরিয়া; জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এমন অভিযোগ করেছে মার্কিন গণমাধ্যম। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক গণমাধ্যমের দাবি, সিরিয়ার রাসায়নিক বোমা প্রস্তুতকারক কারখানাগুলোতে কাঁচামালের যোগান দিয়েছে পিয়ং ইয়ং।

জাতিসংঘের ওই তদন্ত রিপোর্টের বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে চীনা জাহাজ কোম্পানির মাধ্যমে সিরিয়ায় পৌঁছায় প্রাণঘাতী এসব উপাদান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply