উত্তরাঞ্চলের ১১ জেলায় ঢাকামুখী বাস চলাচল বন্ধ

|

এসি বাসের সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে উত্তরাঞ্চলের ১১ জেলা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। বাধার মুখে চলছে না ঢাকা থেকে উত্তরগামী দূরপাল্লার বাসও।

যাত্রীরা জানান, উত্তরাঞ্চলের ৮টি জেলার পরিবহনকে বগুড়া হয়ে ঢাকা আসতে হয়। এই ৮ জেলায় বাস বন্ধ করে দেয়ার পাশাপাশি আরও ৩ জেলার বাস চলাচলে বাধা দিচ্ছে বগুড়ার মালিক-শ্রমিকরা। অবশ্য বগুড়ার বাইরে সিরাজগঞ্জ, পাবনাসহ বাকি ৫ জেলা থেকে ঢাকামুখী বাস চলছে। নওগাঁ’সহ কয়েকটি জেলা বগুড়াকে পাশ কাটিয়ে বাস চালানোর চেষ্টা করলেও তা বন্ধ করে দিয়েছে সংগঠন নেতারা।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের অভিযোগ, বগুড়াসহ উত্তরের মালিকদের বেশ কিছু শীতাতপ নিয়ন্ত্রিত বাস ঢাকায় চলাচল করে। এসব বাসের সংখ্যা কমিয়ে আনতে চাপ দিচ্ছিলেন ঢাকার বাস মালিকরা। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানোর পরও গাবতলী, মহাখালী ও কল্যাণপুরে তাদের টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply