চার বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু নির্ধারণ করলো উয়েফা

|

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি: সংগৃহীত

আগামী চার বছরে চ্যাম্পিয়ন্স লিগের চারটি ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। যা প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের পরিচালনা কমিটি উয়েফা।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ মৌসুমের ফাইনাল হবার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে। কিন্তু করোনা মহামারী বৃদ্ধির কারণে পেছাতে হয়েছিল সেই ভেন্যু। এবার এক বৈঠক শেষে উয়েফা জানিয়েছে, ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে। ২০২২-২৩ সালের ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে তুরস্কের ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়াম। ২০২৩-২৪ সালের ফাইনালের ভেন্যু হচ্ছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। এছাড়া ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply