ফ্রান্সে করোনা সংক্রমণ বাড়ায় রাত্রিকালীন নিষেধাজ্ঞা জারি

|

ফ্রান্সে করোনা সংক্রমণ বাড়ায় রাত্রিকালীন নিষেধাজ্ঞা জারি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পাইরেনেস-ওরিয়েন্টালসে ফের জারি করা হয়েছে রাত্রিকালীন কড়াকড়ি। রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

রোববার মধ্যরাত থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। জারি থাকবে ২ আগস্ট পর্যন্ত। মূলত গত কয়েকদিনে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

তবে প্রশাসনের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ। বলেন, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আবারও ক্ষতির মুখে পড়বেন তারা।

গত মাসে দেশটিতে করোনা সংক্রমণ হ্রাস পেলে তুলে নেয়া হয় সব ধরণের কড়াকড়ি। কিন্তু চলতি মাসে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দিনে সনাক্ত গড়ে ১১ হাজার। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হলো এ নিষেধাজ্ঞা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply