স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে স্টেশন ছাড়ছে ট্রেন

|

স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে স্টেশন ছাড়ছে ট্রেন

ছবি: সংগৃহীত

ঈদের বাকি আর মাত্র দু’দিন। পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে স্টেশন ছাড়ছে ট্রেন।

রোববার সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে স্টেশনে প্রবেশ করার সময় কড়াকড়ি থাকলেও ভেতরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যাত্রীদের মধ্যে স্টেশনে প্রবেশের পর মাস্ক পড়ার ক্ষেত্রে অনীহা দেখা গেছে।

এদিকে আজ থেকে ঢাকার ফিরতি টিকেট বিক্রি করা হচ্ছে। ঈদের পর ঢাকা ফেরার জন্য শুধু একদিন সময় পাবে নগরবাসী। ২৩ তারিখ থেকে আবার লকডাউন শুরু হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।

ঈদে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারাদেশে। এর মধ্যে ঢাকা ছেড়ে যাবে ২৫ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া মেইল কমিউটার ট্রেন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply