চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পরীক্ষায় ঢাবি ছাত্রসহ ৬ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

|

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিকেলে পুলিশের সিপাহী নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৬ জন ভুয়া পরীক্ষর্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাশেল আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইনে সিপাহী নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে শিবগঞ্জের ৬ পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা স্বীকার করে।

সন্ধ্যায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম। মাহবুব আলম খান আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আটককৃতরা সাংবাদিকদের জানায় টাকার বিনিময়ে তারা পরীক্ষায় অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply