ফেইসবুকে ছড়ানো ভুল তথ্যের কারণে প্রাণহানী বাড়ছে, বললেন বাইডেন

|

ভুল তথ্য ছড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর ক্ষেপেছেন জো বাইডেন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করোনা সংক্রান্ত ভুল তথ্য ও বার্তা ছড়িয়ে পড়ায় করোনায় মৃত্যু সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেইসবুকে ভুল তথ্য ছড়ানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে সম্প্রতি এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

বিবিসির বরাতে জানা গেছে, হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ফেসবুকে করোনা সংক্রমণ এবং কোভিড টিকা নিয়ে ভুল তথ্য পরিবেশন বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করলে তিনি জবাবে এমন মন্তব্য করেন বাইডেন।

করোনার টিকা গ্রহণ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রচারে জন সাধারণ বিভ্রান্ত হচ্ছে বলে উল্লেখ করেছেন জো বাইডেন। এক্ষেত্রে সরাসরি ফেইসবুককে দায়ী করে জো বাইডেন বলেন, অপপ্রচারকারীদের দমন করা হবে।

এ সময় বাইডেন বলেন, ভুল তথ্যের প্রচারে জীবনহানি বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অধিকাংশ মানুষই টিকা গ্রহণ করেননি। টিকা না নেয়া লোকেদের জন্যই মহামারি এখনো টিকে আছে বলেই মনে করেন বাইডেন।

এদিকে রাষ্ট্রপতির এমন বিদ্বেষমূলক মন্তব্যকে জনস্বাস্থ্য রক্ষায় আক্রমণাত্মক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ফেইসবুক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply