ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে: কাদের

|

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পথে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন অনেক পরিবহন নিয়ম ও শর্ত মেনে চলছে না।

শনিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় হালকা বর্ষণ ও কোরবানির পশুবাহী যানবাহনের কারণে কোথাও কোথাও চলাচলে ধীরগতি রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়েছে।

গ্রামে গ্রামে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, অনেকে শহর থেকে ভাইরাস বহন করে গ্রামে নিয়ে যেতে পারেন এতে গ্রামের মানুষ আক্রান্ত হতে পারেন মনে করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এমতাবস্থায় সকলকে সচেতন থাকতে হবে এবং ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

মন্ত্রী এ অবস্থায় সকলকে শতভাগ মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনরুপ শৈথিল্য না দেখাতে সকলের প্রতি আহবান জানান।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply